নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে এক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার অভিযুক্ত মজনু মিয়া (২৭) কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মজনু মিয়া উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ঐ গৃহবধু নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী কিছুদিন আগে খুলনায় রাজমিস্ত্রীর কাজে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। রাত দেড়টার দিকে মজনু মিয়া তাদের বাড়িতে এসে বেড়া কেটে ঘরের ভেতরে ঢুকে ঐ গৃহবধুকে ধর্ষণ করেন। খবর পেয়ে পরদিন তার স্বামী বাড়ি এলেও মজনুসহ তার আত্মীয়-স্বজনের চাপে তিনি থানায় যেতে পারেননি। অবশেষে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ রাতেই মজনু মিয়াকে আটক করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ইতোমধ্যে নির্যাতিতা গৃহবধুর মেডিকেল চেক-আপ সম্পন্ন হয়েছে। বুধবার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।