স্টাফ রিপোর্টার: জি টু পি পদ্ধতিতে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জি টু পি পদ্ধতিতে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি টু পি পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি। এর ফলে এখন থেকে প্রতি মাসে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ১,৬৮,০০০ ভাতা ভোগী মুক্তিযোদ্ধার স্ব-স্ব এ্যকাউন্টে কোনরূপ জটিলতা বা বিড়ম্বনা ছাড়াই সম্মানী ভাতা পৌঁছে যাবে।
সারাদেশের মত একযোগে নাটোর সদর উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।