বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজামাল যার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সদনপত্র নম্বর- নাটোর ৩১-২৮৯, ম-৩৮০৮৫। তাঁর মোবাইল নম্বর- ০১৭৬২০৮৭২৫৫। তিনি ১৯৭১ সালে এদেশের মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করলেও জীবনযুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। বর্তমানে তিনি দূরারোগ্য হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জরুরী ভিত্তিতে তার ওপেনহার্ট সার্জারী করা প্রয়োজন। গত ১৫ দিন আগে বুকে ব্যাথা অনুভব করায় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালের পরিচালক ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তার হার্টের প্রকট সমস্যা সে কারণে উন্নত চিকিৎসার জন্য নিজের ছেলে, মেয়ে ও প্রতিবেশীদের সহযোগীতায় হতদরিদ্র এই মুক্তি যোদ্ধাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকায় ভর্তি করানো হয়। সেখানকার কার্ডিওলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমির কুমার কুন্ডু এনজিওগ্রামের ফলাফলে জানান, তার হার্টের বামপাশে ৯৫ ভাগ ও ডানপাশে ৯৪ ভাগসহ মোট ৩টি বøক রয়েছে। রোগীর যে শারীরিক অবস্থা এ মহুর্তে তাকে হার্টে রিং না পরিয়ে ওপেন হার্ট সার্জারী করা প্রয়োজন। এই সার্জারী করাতে যে পরিমাণ টাকার প্রয়োজন তা না থাকার কারণে ছেলে মেয়েরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। বর্তমানে তিনি চিকিৎসার অভাবে বাড়িতে অসহায় অবস্থায় কাতরাচ্ছেন। তার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সরকার জানান, শাহজামাল সারা জীবনই সংসার বিরাগী মানুষ, বাড়িতে খাবার আছে কি নাই সে খবরও কোনদিন রাখেনি, আওয়ামীলীগের জন্য সে একজন নিবেদিত ও অন্ধ কর্মী। বীর মুক্তিযোদ্ধা আমজাদ মোল্লা বলেন, সংসারে তার কোন জমিজমা নাই, শেখ হাসিনা সরকার যে ভাতা দেয় তা দিয়েই কোনমতে তাদের সংসার চলে, সঞ্চয় বলে তো কিছুই নাই। দুইটা মেয়ে উচ্চ শিক্ষিত হওয়া স্বত্তে¡ও কোনদিন মুক্তি যোদ্ধা কোটায় সরকারী চাকুরীর জন্য আগ্রহ দেখাননি। এলাকাবাসি এখন বলাবলি করছে বীর মুক্তিযোদ্ধা শাহজামাল কি বিনা চিকিৎসায় মারা যাবে? এ ব্যাপারে তারা সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট বীর মুক্তিযোদ্ধা শাহজামালের চিকিৎসার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…