লালপুর প্রতিবেদক: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়য় পরিষদের মাঠ চত্বরে এই সন্মেলন অনুষ্ঠিত হয় । এসময় ওই ইউনিয়ন সহ ৯টি ওয়ার্ডের কমিটি বিলপ্তি ঘোষনা করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয় । মোজাম্মেল হক কে চুংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয় । চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ । এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল বেলাল প্রমুখ । এছাড়া নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়র হোসেন মনি, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…