স্টাফ রিপোর্টার: জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ।
সভায় বক্তারা বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকারের কার্যকর ভূমিকার কারনে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন ‘খাদ্যের নিরাপদতা’ নিশ্চিত করা। জনস্বার্থে ভেজাল ও দুষণমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করেছে এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না হলে শরীরে ২০০ প্রকার রোগের উৎপত্তি হতে পারে। এরফলে জনসাধারণের চিকিৎসা খাতে বাৎসরিক ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। ব্যক্তি স্বার্থ পরিহার করে জনস্বার্থ বিবেচনা করা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের কাংখিত লক্ষ্য অনেকটাই নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরো বলেন, খাদ্য গ্রহনের ধারাবাহিক পর্যায়গুলো নিরাপদ এবং খাদ্য পুষ্টি ও খাদ্য ভারসাম্য বিবেচনা করে খাদ্য গ্রহন করা উচিৎ। জৈব সার ব্যবহার এবং সকল প্রকার ক্ষতিকারক রাসায়নিক সার ও কীটনাশক পরিহার করে শাক-সব্জিসহ অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন নিশ্চিত করতে নাটোরে একটি অর্গাণিক পল্লী গড়ে তোলার উপরে বক্তারা মত প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন, ডেইলী ষ্টারের রিপোর্টার বুলবুল আহমেদ, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা ও ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিন। জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে।