লালপুর প্রতিবেদক: নাটেরের লালপুরে আগাম বইছে ইউপি নির্বাচনের হাওয়া। উপজেলার ৩ নং চংধুপইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা জানান দিতে মোটর সাইকেল শোডাউন করেছে ৩ নং চংধুপইল চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা ও বর্তমান লালপুর উপজেলা আওয়ামী ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ শাহজাহান আলী। বিকেলে ৩ নং চংধুপইল ইউনিয়নে বিভিন্ন ওযার্ডে প্রায় ১হাজার মোটরসাইকেল ও আটোরিক্সা নিয়ে এই শোডাউনটি ও পথ সভা করা হয়। পথ সভায় শাহজাহান আলী বলেন, আগামী ইউপি নির্বাচনের প্রস্তুতিমূলক আজকের এই শোডাউন। আগামী নির্বাচনে নিজেকে যোগ্য প্রার্থী দাবী করে বলেন, নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,দল যদি তাকে মনোনয়ন দেয় তবে এলাকার জনগনকে সাথে নিয়ে জেলার মধ্যে মডেল ইউনিয়ন হিসাবে ৩নং চংধুপইলকে দাঁড় করাবেন। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে শোডাউনে উপস্থিত ছিলেন তার সফর সঙ্গীরা।