লালপুর প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ঈশ্বরদী ইউনিয়নের ১,২,৩ ও ৮ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ- কমিটির সাবেক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহাম্মেদ সাগর , লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজবার আলী, এসকেন্দার মির্জা, যুগ্ন সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, নাটোর জেলা তঁাতীলীগের নেতা তৌহিদুল ইসলাম বাঘা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু, ফিরোজা আল হক ভূঁইয়া, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সোহেল রানা কনক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অনুপ কুমার আচার্য প্রমুখ।