মোঃ আব্দুল করিম, বিশেষ প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমানের পাটোয়ারীর একমাত্র বোন মরহুম আছিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার মুসল্লী গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন দোয়া পরিচালনা করেন। সেখানে মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন মরহুমার ছোট ভাই ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল হাকিম, পৌর কাউন্সিলের আশরাফুল আলম ,অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য গত ২৬ শে জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আছিয়া বেগম।ওই রাত্রিতে তাদের মালিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে স্বামী প্রয়াত অধ্যক্ষ আব্দুস সামাদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।