বাগাতিপাড়া প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১ টি দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সংঘবদ্ধ ডাকাত এর একটি দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে আসে। এ সময় তিনজন নৈশ প্রহরী তাদেরকে বাধা দেবার চেষ্টা করলে নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রেখে বড় বড় এগারটি দোকানের তালা ভেঙে মূল্যবান সম্পদ ও ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা-পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর জেলা পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা। তিনি জানান সংঘবদ্ধ ডাকাতদলকে ধরতে অভিযান অব্যাহত আছে।