নাটোর প্রতিনিধি
বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের আয়োজনে তমালতলা দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদের সভাপতিত্বে এবং সিহাব মাহমুদ সজলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সেকেন্দার রহমানসহ উপজেলা ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।