নাটোরে গণতন্ত্রের বিজয় দিবস পালিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রায ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কান্দিভিটা অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী আসনের সাংসদ রতœা আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত, হেফাজতে ইসলাম সকলে একত্রিত হয়ে দেশের গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করছে, এই জন্যই আজ তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার মত দুঃসাহস দেখায়। আমরা সকলে মিলে একসাথে রাজপথে নেমে তাদের প্রতিহত করব এবং গণতন্ত্র আবার ফিরিয়ে আনব।
শেখ হাসিনা দুস্থ মানুষের জন্য কাজ করছেন – পাটোয়ারী
নাটোরের বড়াইগ্রামে সরকারের সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে একথা বলেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বুধবার(১৫ নভেম্বর) সকালে উপজেলার রাজাপুর ডিগ্রি…