সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের ইপি-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব আকবার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী।
তিনি জানান, মন্ত্রণালয়ের আদেশ কপি ইউএনও বরাবার পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, জাহেদুল ইসলাম ভোলার বিরুদ্ধে (সিংড়া থানায় মামলা নং ০২- ০১/০১/২০২০ইং) অভিযোগপত্র আদালতে গৃহিত হয়। সে মামলায় আদালতে প্রমানিত না হওয়ায় ভোলাকে বেকসুর খালাস প্রদান করে আদালত। এরপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৮/১০/২০২০ তারিখের প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ নির্দেশক্রমে প্রত্যাহার করা হল। তার দ্বারা ইউপি পরিষদের ক্ষমতা প্রয়োগে প্রশাসনিক কার্যক্রমে সমীচিন নয়, মর্মে সরকার মনে করে।