গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শাহনেওয়াজ আলী মোল্লা। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ৬১ পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।। নাটোরের গুরুদাসপুর পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লাকে দলীয় চুরান্ত মনোনয়ন দেয়া হয়়েছেে।