বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথ ভাবে এর আয়োজন করে।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া কলি, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা রহমান, জয়ীতা নাজমা বেগম প্রমূখ।
পরে অর্থনৈতিক ভাবে সফল নারী হিসেবে পারুল বেগমকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নাজমা খাতুন, সফল জননী সাবিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে সফল রোজিনা খাতুন ও সমাজ উন্নয়নে সফল শাহিদা খাতুনের হাতে জয়িতা সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে আর্ন্তুজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…