নাটোরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২৭) নামে এক লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লরির হেলপার এবং বাসের এক যাত্রী। নিহত মোহাম্মদ আলী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পঞ্চগড় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের ওসি রেজোয়ান আহমেদ জানান, ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের গাজিপুর বিল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে ঢাকার দিক হতে আগত বৈদ্যুতিক পিলারবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরিচালক মোহাম্মদ আলী লরির মধ্যে চাপা পড়ে নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় লরির হেলপার শামসুদ্দিন (৩৮) এবং হানিফ বাসের যাত্রী মোহাম্মদ সালাউদ্দিনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। গাড়ি চলাচল সাময়িক বন্ধ হলেও পরে তা স্বাভাবিক রয়েছে।