ফাইল ফটো
হেফাজতে ইসলামের আমীরের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আপনারা কী মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে শান্তির নীড় প্রতিষ্ঠা করেছি। আমরা শান্তিপ্রিয়, আমরা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে চলার জাতি গঠনে নিয়োজিত আছি। কিন্তু আপনারা (বাবুনগরী) পানি ঘোলা করে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কটূক্তি করে দেশকে জঙ্গিবাদে নিয়ে যাবেন, সেই বাঙলা ভাই সৃষ্টি করবেন, সেই যুদ্ধাপরাধীদের আরেকবার আসন গ্রহণ করাবেন, সেই সুযোগ আর বাংলার মাটিতে আমরা হতে দিব না।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সেই কাতারে আপনারা আসবেন আর না হলে আপনারা যে শ্লোগান এক সময় দিয়েছিলেন যে, ‘বাংলা হবে আফগান’—সেই আফগানিস্তানেই আপনাদের পাঠিয়ে দেওয়া হবে।
‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও স্থাপনে বিরোধিতার’ প্রতিবাদে গতকাল বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ব্যারিস্টার তাপস এসব কথা বলেন। তিনি এই সংগঠনের সদস্য সচিব। সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশত আইনজীবী অংশ নেন।
ব্যারিস্টার তাপস বলেন, বাবুনগরী আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ৫ মের কথা। ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলেই বাংলাদেশ দখল হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই দেশকে কেউ দখল করতে পারবে না। কোনো অপশক্তি দখল করতে পারবে না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছি যেভাবে বাংলার বুক থেকে আমরা চিরতরে জঙ্গিবাদ নির্মূল করেছি, ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বুক থেকে সকল মৌলবাদ নিশ্চিহ্ন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সকল প্রগতিশীল শক্তি আবার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে।
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতিকৃতির অবমাননা প্রদর্শিত হলে সেটা হবে দেশদ্রোহিতার সামিল। আমরা বলতে চাই যারা দেশদ্রোহিতা করবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব।
মানববন্ধন কর্মসূচিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, রাজশাহী ইউনিভার্সিটি ল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভুঁইয়া, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি হতে আগামী রবিবার দেশের সকল জেলা বারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।