বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম উপজেলায় “শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৯, ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ এবং বিজয় দিবস-২০১৯” উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতার তিন বিভাগেই এস. আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী অপর্না হোসেন প্রথম স্থান অর্জন করেছেন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল কুদ্দুস এমপি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।