বড়াইগ্রামে শিশু হত্যার দায়ে চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মাত্র পাঁচ আনা স্বার্ণের গহনার লোভে শিশু মাহমুদা খাতুন মুন্নী (০৭) কে শ্বাসরোধে হত্যা মামলায় চাচাতো ভাই সোহেল সরকারকে আজীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি আদালত আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডাদেশ দেন। বৃহস্পতিবার নাটোরের দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুর রহমান সরদার এই আদেশ দেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত সোহেল সরকার বড়াইগ্রামের উপলশহর গ্রামের মৃত শাহজাহান সরকার ওরফে হাইচা’র ছেলে। মামলায় সোহেলের মা সাজেদা বেওয়াকে খালাস দেয়া হয়েছে। নিহত মুন্নী একই গ্রামের লোকমান হোসেনের মেয়ে ও উপলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো।
নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২০ ডিসেম্বর দুপুরে সোহেল শিশু মুন্নীকে পাশের দোকান থেকে কোলে তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধে হত্যা করে নিজ ঘরের চৌকির নীচে লুকিয়ে রাখে। পরে তার কানে থাকা এক আনা চার রতি স্বর্ণে কানের দুল, চার আনা স্বর্ণের মালা এবং দুই ভরি ওজনের চান্দির তোড়া কেড়ে নেয়। পরে মধ্যরাতে সোহেল ও তার মা বিষয়টি ধামাচাপা দিতে লাশটি বাড়ির পাশের বিলে ফেলে রেখে আসে। পরদিন স্বজনদের সঙ্গে সোহেলও বিভিন্ন স্থানে মুন্নীকে খেঁাজাখুঁজি করে। এক পর্যায়ে সোহেল জানায় যে, তার মন বলছে বিলের দিকে লাশটি থাকতে পারে। পরে বিলে গিয়ে স্বজনরা লাশটি ধানের জমি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহেল সরকার (৩২), তার মা সাজেদা বেওয়া (৪৫) ও সোহেলের স্ত্রী শাপলা বেগম (২৬) কে আসামী করে মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে ন্যস্ত হলে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র উপ-পরিদর্শক মাসুদ করিম শাপলা বেগমকে অব্যাহতি দিয়ে অপর দু’জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানীকালে আদালত ২১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য প্রমাণে আসামী সোহেলের বিরুদ্ধে মুন্নীকে গলা টিপে শ্বাসরোধে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। বিবাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, রায়ের পর সোহেলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক