অনলাইন ডেস্কঃ
নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৫ই নভেম্বর রোববার সকাল ১০ টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও বিবিধ বিষয় আলোচনা করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভগের দায়িত্বপ্রাপ্ত নেতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়া সম্মানিত অতিথি থাকবেন কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও আখতার জাহান।
সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস।
এদিকে, এই সভায় অংশগ্রহণের জন্য নাটোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সহযোগি সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত ও নির্বাচিত সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে।
তবে সভায় আমন্ত্রণের চিঠিপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানানো হয়েছে।
সূত্রঃ নাটোর টাইমস ২৪