বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোর বড়াইগ্রামের মহিষ ভাঙ্গা এলাকা থেকে মাদক সেবন কালে ৪ জনকে গ্রেপ্তার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলাধীন দত্ত পাড়া গ্রামের নয়ন, বড়াইগ্রাম থানাধীন বালিয়া গ্রামের জীবন, কায়েমকোলা গ্রামের শিহাব, এবং আহমেদপুরের মোটরসাইকেল মেকানিক সোহেল।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের নাটোর জেলা আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছে, মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে মাদক মুক্ত একটি থানা উপহার দিতে চাই।