নিজস্ব প্রতিনিধি:
আসন্ন বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন উপলক্ষে কালাম জোয়ার্দারর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা নভেম্বর রবিবার সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী আবুল কালাম জোয়ার্দারের নিজ বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে একটি সুন্দর ও আধুনিক পৌরসভা উপহার দিতে চান এবং সাধারণ জনগণের দোয়া চান।
তরুণদের পক্ষ থেকে এক প্রশ্নের জবাবে তিনি জানান, একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে তরুনদের সাথে নিয়ে কাজ করতে চাই, নাগরিক সুবিধা হাতের মুঠোয় পৌঁছাতে তথ্যভিত্তিক ডিজিটাল সিস্টেমের আওতায় নিয়ে আসতে চাই। তিনি সরকারের ভিশন ২০২০ বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সকল কাঠামো তৈরি করবেন বলেও জানান। অনুষ্ঠানে সাধারণ জনগনের মতামত নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় তিনি তরুণ ও যুবদের নিয়ে আধুনিক, সবুজ ও ডিজিটাল পৌরসভার গঠন ও নির্বাচনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি দলমত নির্বিশেষে আবুল কালাম জোয়ার্দার কে নির্বাচিত করার আহ্বান জানান।
সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ জোয়ার্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, পৌর যুবলীগের সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর যুগ্মসাধারণ সম্পাদক আঃ কালাম আজাদ, জোনাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি বুলবুল হোসেন, বড়াইগ্রাম পৌর প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ার্দার প্রমূখ।