বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ ও আহত হয় ১০ জন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, নাটোর – পাবনা মহাসড়কে বনপাড়া থেকে ৪ কি.মি. অদুরে গোধড়াএলাকায় পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চঞ্চল পরিবহন বাস (পাবনা ব-১১-০১২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে খাদে পড়ে যায়। এতে পাবনার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী হুসনা বেগম (৫০) নিহত ও তার বিবাহিত মেয়ে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রোজিনা খাতুন (৩০) ও জামাই শামীম হোসেন (৩৫) সহ আহত হয় কমপক্ষে ১০ জন।
বনপাড়া ফায়ার স্টেশন অফিসার মো. আকরামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি।
বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো.তৌহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।