বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
অনলাইন ভিত্তিক জাতীয় প্রতিবন্ধী সংগঠণ “আমরা করবো জয়” একদিনের উদ্যোগে বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে শুক্রবার সকালে প্রতিবন্ধী তানজিদ আহমেদ (০৯) কে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়। তানজিদ উপজেলার ধানাদহ-পারকোল গ্রামের কৃষক কামরুল হাসানের ছেলে। এ সময়
সংগঠণের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক মাহাবুব ইবনে হেলাল, কোষাধ্যক্ষ রেহেনা আক্তার, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম আসমত উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে তানজিদের মা তানিয়া বেগম আবেগ্পালুত হয়ে প্রতিবন্ধী সংগঠণের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।