মোতালেব হোসেন,প্রতিনিধিঃ
আধুনিক ও পরিকল্পিত নগরায়ন ,নাগরিক সেবার মান উন্নয়ন, সুবিচার ও সু-শাষণ এবং স্বপ্নের শহর গড়তে নাটোরের বড়াইগ্রামে, আসন্ন বড়াইগ্রাম পৌর সভা নির্বাচনে নাটোর জেলা সদস্য ও বড়াইগ্রাম উপজেলা শাখা ,আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক কালাম জোয়ার্দ্দার বড়াইগ্রাম পৌর মেয়র প্রত্যাশী হিসেবে মোটর সাইকেল ও আটোভ্যান নিয়ে পৌর এলাকায় গনসংযোগ করেছেন।
বড়াইগ্রামের থানার মোড় থেকে যাত্রা শুরু করলে শুভাকাংখী নেতা-কর্মী ও এলাকাবাসীরা এসে জড় হলে মোটর সাইকেলের পাশা-পাশি অটোভ্যান নিয়ে গনসংযোগ চালিয়ে যান । এ সময় শুভাকাংখী নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে মাতিয়ে রাখে।
মৌখড়া হাট এলাকার দোকান মালিক ও বিভিন্ন পেশার মানুষের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও নির্বাচনী প্রতিশ্রুতি ব্যাক্ত করে দোওয়া,সহযোগীতা ও তার পাঁশে থাকার আহ্ববান জানান।
পরে, বাইগান মাদ্রাসা হয়ে থানার মোড়ে এসে গনসংযোগটি শেষ হয়।