নাটোরে চিনিকল আখচাষী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সৈয়দ মাসুম রেজা, নাটোর প্রতিনিধি:

জাতীয় শ্রমিক ফেডারেশন ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি নাটোরে তাদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে শ্রমিক নেতারা তাদের দাবি-দাওয়া তুলে ধরে নাটোরের সকল শ্রেণি-পেশার মানুষকে তাদের দাবীর প্রতি একাত্মতা জানানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

 

৫ দফা দাবীগুলো হলো: ১) বিগত মাড়াই মৌসুমের আখচাষী ও শ্রমিকদের সকল পাওনাদি অবিলম্বে পরিশোধ করা হোক। ২) স্বয়ং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত এবং ১৪ দলের রূপরেখা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করে চিনি শিল্পকে বিরাষ্ট্রীয়করণ করা যাবে না। ৩) চলমান বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে আখের মূল্য মণপ্রতি দুইশত টাকা করা হোক। ৪) অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত আখের জমি অতি দ্রুত খালি করে রবি শস্য চাষ করে কৃষকদের রক্ষার স্বার্থে গুড় মাড়াই অর্ডিন্যান্সের প্রয়োগ করা যাবে না। ৫) গত চাষ মৌসুমে বরাদ্দ থাকা সত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অভাবে ও দুর্নীতির কারণে আখচাষীদের সার প্রদান করা হয়নি। এতে আখ চাষ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চাষীদের জন্য বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলনপূর্বক ব্যবস্থা করতে হবে, সার অবশ্যই মানসম্মত হতে হবে।

 

মানববন্ধনে জাতীয় শ্রমিক ফেডারেশন ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির ৫ দফা আশু দাবীনামা তুলে ধরে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর চিনিকল আখচাষী সমিতির সভাপতি আব্দুল করিম, জাতীয় শ্রমিক ফেডারেশনের নাটোর জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, বাগাতিপাড়া সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্যরা।

 

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের চিনি শিল্পকে জাতীয়করণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় অদৃশ্য কারণে চিনি শিল্প আজ নানা সমস্যায় জর্জরিত ফলে চিনি শিল্পের এককালের বর্ণাঢ্য চেহারা আজ বিবর্ণ মলিন। এই শিল্পের সাথে যুক্ত কিছু স্বার্থান্বেষী দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য চিনি শিল্প আজ ধ্বংসের মুখে। এই শিল্পকে বাঁচানোর চেষ্টা না করে লস খাত দেখিয়ে ব্যক্তি মালিকানায় হস্তান্তর বা বিরাষ্ট্রীকরণের পাঁয়তারা চলছে। বক্তারা আরও বলেন, আখচাষী সমিতি সরকারের পাশে আছে তবে স্বার্থান্বেষী মহলকে সরিয়ে এই শিল্পের আধুনিকায়ন করে ঢেলে সাজাতে সরকারকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তব্য প্রদান করেন।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক