বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মোবাইলে প্রেমের সুত্র ধরে বিয়ে করা স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ছানারুল ইসলাম (৩৫) নামে এক যুবক বিষপানে আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকালে তিনি মারা যান। নিহত ছানারুল উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বছর খানেক আগে দুই সন্তানের জনক ছানারুল মোবাইলে বরিশালের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ৬ মাস আগে তিনি প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী ছানারুলের বাড়িতে এসে প্রথম স্ত্রী ও সন্তানাদি দেখে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ হন। গত ১৫ দিন আগে এ নিয়ে দ্বন্দ্ব-কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। এ ঘটনার পর থেকে ছানারুল মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় স্বজনদের অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে স্বজনরা বুঝতে পেরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, মঙ্গলবার নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।