একাদশ শ্রেণীতে ম্যানুয়ালী ভর্তি: ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যারা সঠিক সময়ে আবেদন করে পারেনি বা যথা সময়ে ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তাদের জন্য একাদশ শ্রেণীতে ম্যানুয়ালী ভর্তি ২০২০-২১ সালে ভর্তি বিজ্ঞপ্তি ও সময়সূচী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড কুমিল্লা। বোর্ডের ওয়েবসাইটে ৪ অক্টোবর একাদশ শ্রেণির ম্যানুয়ালী ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২০-২১ সালে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু যারা অনলাইনে ভর্তি আবেদন করতে পারেনি বা ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছে তাদের একাদশ শ্রেণিতে ম্যানুয়ালী ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু যে সকল শিক্ষার্থী এখনাে কোন কলেজে-এ ভর্তি হতে পারেনি বা হয়নি তাদের ম্যানুয়াল ভর্তি কার্যক্রম নিম্নবর্ণিত সময়-সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।
১. সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে আবেদন জমা প্রদান : ০৫/১০/২০২০ হতে ০৬/১০/২০২০;
২. কলেজসমূহ প্রাপ্ত আবেদন বিবেচনা করে শূন্য আসনের ভিত্তিতে মেধাভিত্তিক ভর্তিযােগ্য তালিকা প্রকাশ : ০৭/১০/২০২০;
৩. প্রতিষ্ঠান সমূহের শূন্য আসনে ভর্তি গ্রহণের তারিখ: ০৮/১০/২০২০ হতে ১১/১০/২০২০;
৪. ম্যানুয়ালি ভর্তির জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ম্যানুয়াল ভর্তি ফি বাবদ ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা সােনালী সেবার
মাধ্যমে সংশ্লিষ্ট বাের্ডে জমা দেয়ার শেষ তারিখ: ১২/১০/২০২০ হতে ১৩/১০/২০২০;
৫. ম্যানুয়ালি ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা বাের্ডে জমা দেয়ার শেষ তারিখ: ১২/১০/২০২০ হতে ১৩/১০/২০২০;
বি.দ্র: * ম্যানুয়াল ভর্তি ফি ৪৫০/-,(আবেদন ফি-১৫০/-, রেজিঃ সহ অন্যান্য ফি-২০০/-, ডাটা এন্ট্রি ফি-১০০/-)