নিজস্ব প্রতিবেদক:
গ্লোব বায়োটেকের উদ্ভাবিত “ব্যানকোভিড” ভ্যাক্সিন করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে (৩০ সেপ্টেম্বর,২০২০ইং) বুধবারে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে মার্কিন মেডিক্যাল গবেষণা জার্নাল বায়োআর্কাইভ।
ভ্যাক্সিনটি সম্প্রতি প্রাণিদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষে গ্লোব বায়োটেকের বিজ্ঞানীরা জানান, নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে শতভাগ উৎরে গেছে টিকাটি। নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে শতভাগ উৎরে যাওয়ার পরই বিভিন্ন আন্তর্জাতিক সায়েন্টিফিক ও মেডিকেল জার্নালে গবেষণার জন্য পাঠানো হয়েছে।
ভ্যাক্সিন প্রসঙ্গে গ্লোব বায়োটেকের প্রধান বিজ্ঞানী ড. আসিফ মাহমুদ বলেন, আগামী রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।