নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ আ’লীগের উপজেলা সমন্বয় কমিটির সাধারন সভা অনুষ্ঠিত
বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ আ’লীগের উপজেলা সমন্বয় কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে এই সমন্বয় কমিটির আহবায়ক জনাব আমিনুল ইসলাম ইন্তাজের সভাপতিত্বে এবং সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় আরো উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আ’লীগের যুম্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান সহ উজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নের্তৃবৃন্দ।
উক্ত সভায় বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা এবং প্রত্যকটি ইউনিয়ন ও পৌর সভায় আলাদা আলাদাভাবে মাননীয় প্রধান মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন স্বরবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।