জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করলো রাজস্থান রয়্যালস। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবার রাতে দলটি ১৬ রানের ব্যবধানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে এটা চেন্নাইয়ের প্রথম হার।
প্রথমে ব্যাট করে রাজস্থান সাত উইকেট হারিয়ে করে ২১৭ রান। সঞ্জু স্যামসন ৭৪ ও দলের অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ৬৯ রান করেন। শেষের দিকে জোফরা আর্চার আট বল খেলে চারটি ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০০ রান করে থামে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩৩ রান। অন্যদিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৯ রান করে অপরাজিত থাকেন।
সুত্র: ইত্তেফাক