বড়াইগ্রাম (উপজেলা) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড এবং ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। এ সময় ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তোরাব আলী ও শামীম। জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টায় রায় ঘোষণা শুরু হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই জনের ফাঁসি এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে। ওই ঘটনায় ডা. আয়নাল হকের পুত্রবধূ নাজমা রহমান বাদী হয়ে মোট ১৭ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে এক নম্বর আসামিসহ মোট চার জন মৃত্যুবরণ করেছেন। পলাতক রয়েছেন তিন জন।