বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি:
নবনিযুক্ত নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সাক্ষাতে মিলিত হন । এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি কবিরত্ন আব্দুল আলিম মাস্টার, সাধারণ সম্পাদক পিকেএম আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুরুজ আলী, গণ যোগাযোগ সম্পাদক জাহিদ আলী সহ অন্যান্যরা। ইউএনও জাহাঙ্গীর আলম গত ৩১ আগস্ট বড়াইগ্রাম উপজেলায় যোগদান করেন। তিনি এর আগে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা নির্বাহি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সাক্ষাৎকালে ইউএনও জাহাঙ্গীর আলম প্রশাসনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।