লালপুর ( নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালিয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। অনুষ্ঠানে ৭নং ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আনিসুর রহমান প্রমুখ।
আলোচনা সভা এবং দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।