বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাকের অপকারিতা বিষয়ে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়। এ সময় উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু, আব্দুল আলিম, আব্দুস সালাম খান ও বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক আলোচনায় অংশ নেন। কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, পুলিশ কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিরা অংশ নেন।