উপজেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী(৩৮) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ(১৪আগষ্ট) মধ্যরাতে মৃত্যু বরণ করেছেন(ইন্নালিলল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। তিনি পূর্ব থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। করোনার উপসর্গ নিয়ে সুমন আলী গত ০২ আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতির হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কারোর সাথে যুদ্ধ করে এই সম্মুখ যুদ্ধা অবশেষে আজ রাত ২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
২৪/০৯/২০০৮ খ্রি. তিনি এসআই (নিঃ) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন সুমন আলী। পুলিশ পরিদর্শক সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দৌলতপুর গ্রামে ০২/০২/১৯৮৩ খ্রি. জন্মগ্রহণ করেন।
পুলিশ সুপার (নাটোর) এক শোক বার্তায় জানান, করোনা সংক্রমণ রোধে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাঃ সুমন আলী । দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করে তিনি ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। উক্ত শোক বার্তায় পুলিশ সুপার, নাটোর মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।
বড়াইগ্রাম থানার পুলিশ প্রশাসনের অত্যন্ত দক্ষ, মেধাবী, কর্তব্যপরায়ণ ও সৎ কর্মকর্তা হিসাবে সাধারণ মানুষের নিকট পরিচিত ছিলেন এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী সুমন ব্যক্তিজীবনে বিবাহিত ছিলেন এবং তার ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এ প্রসঙ্গে নাটোর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী একটি শোক বার্তায় বলেন-বড়াইগ্রাম থানার একজন মেধাবী ও সৎ পুলিশ অফিসার ছিলেন সুমন সাহেব। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”