প্রেমে পড়ো, বেঁচে যাবে তুমিও
ভোরের প্রথম আলো ছুঁয়ে যাবে তোমাকে।
পুরোনো ময়লা জামাটা ছুড়ে ফেলে,
জানি এ বেলায় পরবে নতুন শার্ট
বিউটি সেলুনে বদলাবে হেয়ার স্টাইল
যে শক্তি তোমাকে উসকে দিল তাই প্রেম।
তুমি ছুঁয়ে দাও, প্রেমিকার ঘন কালো চুল,
গন্ধ নাও, মুগ্ধ হয়ে দেখো লাল নীল হলুদ আর
পার্পল শাড়ির আঁচলে
প্রজাপতিরা হাসছে,
তুমি আদরটুকু নাও।
তুমি প্রেমপত্র লেখ, কিছুটা সময় নাও
অনেক রং মিশাও,
হৃদয়ের রং, রক্তের রং অথবা তোমার মনের রং…
তোমার মন ভরে যাবে মৌটুসীর ঘ্রাণে
ম্যাপলগুলো আলো ছড়াবে, তোমার মন নদী হতে চাইবে
তুমি শালুক তুলবে, বাউলের একতারায়ও ভেসে যাবে তুমি!।