উপজেলা প্রতিনিধি:
“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপজেলা মিলনায়তনে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস এর উপস্থিত থাকার কথা থাকলেও তাকে মঞ্চে দেখা যায়নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মিয়াজী।
অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। উক্ত অনুষ্ঠান থেকে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।