সৈয়দ মাসুম রেজা, নাটোর প্রতিনিধি:
প্রতিবন্ধী জনগোষ্ঠীর ঐক্য, প্রতিনিধিত্ব ও মানবাধিকার প্রতিষ্ঠায় কর্মরত সংগঠন ‘জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র সাধারণ সভা’র উদ্বোধন করা হয়। গতকাল শনিবার স্থানীয় সাহারা প্লাজার একটি রেস্ট্যুরেন্টে দুপুর পৌনে বারোটার দিকে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার উদ্বোধন করেন নাটোর-২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
ভিডিও কনফারেন্সে উদ্বোধনকালে সাংসদ শিমুল বলেন, ‘সমাজের তৃণমূল পর্যায়ের এই সকল সুবিধা বঞ্চিত মানুষদের সাথে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এবং তাঁরই নির্দেশে আমরা আপনাদের পাশে আছি।’ এছাড়াও এই সকল সুবিধা বঞ্চিত মানুষদের সুখে-দুঃখে আগামীতেও থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাংসদ।
জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম ব্যবস্থাপক বশির-আল-হোসাইন জানান, উক্ত সাধারণ সভায় দেশের ২৭টি জেলা থেকে আগত ১০৬জন কাউন্সিলর ও সাধারণ সদস্যগণের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সাবেক সভাপতি আব্দুল হাই মণ্ডলের পরিচালনায় বার্ষিক রিপোর্ট পেশ, কাউন্সিলরদের মত বিনিময় শেষে পরবর্তী কমিটি নির্ধারণ নিয়ে দিনব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।