ভারতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত আসামের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার রাতে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরেই সেখানে কারফিউ জারি করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ ওই বিক্ষোভে গুলি চালালে তিনজন নিহত এবং বহু মানুষ আহত হন।
এর আগে আসাম রাজ্যের ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সেসব এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই সব এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার