বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যৌন হয়রানির অভিযোগে জুলফিকার আলী (৫৫) নামের এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
শনিবার উপজেলার খাকসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক উপজেরার খাকসা গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে।
বড়াইগ্রাম থানা সুত্রে জানাযায়, তিন বছর ধরে প্রাইভেট পড়ানোর কৌশলে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক তৈরীর মাধ্যমে একাধীক বার ধর্ষণ এবং মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারন করে সে। অশ্লীল ছবি শিক্ষকের মোবাইল ফোন হইতে সামাজিক যোগাযোক মাধ্যমে ভাইরাল হয়।
মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে অভিযুক্তকে আটক করা হয়।
মেয়েটি বলেন, আমাকে কৌশলে ফাঁদে ফেলে যৌন সম্পর্ক স্থাপন ও অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারন করে। পরে ঐ ছবির ভয় দেখিয়ে একাধীক সময় আমার সাথে যৌন সম্পর্ক করে।
অভিযুক্ত শিক্ষক বলেন, প্রায় দুই বছর যাবত তাদের মধ্যে সম্পর্ক। উভয়ের ইচ্ছাতেই শারীরিক সম্পর্ক হয়। তবে তাকে বাধ্য করার বিষয়টি সঠিক নয়।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক ও তার পরিবার এলাকার উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবার বলে পরিচিত। তিনি সর্বশেষ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, অভিযুক্ত শিক্ষকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।