নাটোর প্রতিনিধি:
ইসলামী ব্যাংকের নাটোর সদর শাখার এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। উনি প্রায় সাতদিন সর্দি জ্বরে ভুগছিলেন এমতাবস্থায় করোনা টেস্টের জন্য নমুনা পাঠালে গত বৃহস্পতিবার তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন- উনি প্রায় সাত দিন যাবত জ্বরে ভুগছিলেন এবং নিয়মিত অফিস করেছেন। এমনকি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর পরেও উনি নিয়মিত অফিস করেন। এখন উনার করোনা পজিটিভ এসেছে কিন্তু গত সাতদিন আমরা তার সাথে মিশেছি, উনি অফিসে কাজ করেছেন এবং ব্যাংকে আসা গ্রাহকরাও উনার কাছ থেকে সেবা নিয়েছেন। এ পরিস্থিতিতে আমরা খুব আতঙ্কে আছি। আমরা নিজেরাও আক্রান্ত হতে পারি এবং আমাদের দ্বারা আমাদের পরিবারও আক্রান্ত হতে পারে। এমনকি উনার সংস্পর্শে আসা অনেক গ্রাহকরাও আক্রান্ত হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে নাটোর ইসলামী ব্যাংকের ম্যানেজার বলেন আমরা উনার শারীরিক অবস্থা বিবেচনা করে নমুনা টেস্টের জন্য পাঠাই এবং করোনা পজেটিভ আসামাত্রই তাকে ছুটি দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।