বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
২১ জুন থেকে ৫ জুলাই নভেল করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় পাবনা-নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া পৌরসভার সামনে করোনা প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়, হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি প্রমূখ।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটি পক্ষকাল ব্যাপী ঘরের বাইরে মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জন সমাগম পরিহার করার বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে করোনা প্রতিরোধ পক্ষ পালন করবে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…