নিজস্ব প্রতিনিধি:
নাটোরে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে। নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে নাটোর সদর, সিংড়া ও গুরুদাসপুরে ২জন করে এবং বড়াইগ্রামে একজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
সিভিলসার্জন ডাঃ মিজানুর রহমান আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের হোম আইসলেশানের বিষয়টি নিশ্চিত করাসহ বাড়ি লক ডাউন করা এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সকলের নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।