নিজস্ব প্রতিনিধি:
নাটোরসহ রাজশাহী বিভাগের অন্যান্য জেলায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আজও নাটোরে ১২২ টি নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে ৫ জনের পজিটিভ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪০ জন। আর মৃত্যুবরণ করেছে একজন।
আক্রান্তদের মধ্যে নাটোর সদরের একজন, সিংড়ার একজন, গুরুদাসপুরে দুইজন, লালপুরে একজন।
আজ যারা করোনা আক্রান্ত হলেন তাদের বাড়ি লকডাউন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।
এদিকে রাজশাহী বিভাগে আজ করোনা পজেটিভ রুগীর সংখ্যা খুবই বেশ উদ্বেগজনক । আজকে এ বিভাগে সর্বমোট ১৫২জন করোনায় আক্রান্ত হয়েছে। বগুড়া জেলায় সর্বোচ্চ ১২৯জন, সিরাজগজ্ঞ জেলায় ২৮জন, রাজশাহী সিটি কর্পোরেশন ৪জন,পাবনা জেলায় ৮জন,নাটোর জেলায় ৫জন,এবং রাজশাহী জেলায় ৮ জন সহ মোট ১৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।