নাটোর প্রতিনিধি:
নাটোরে দিন দিন করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আজও নতুন করে আরো দুই জন আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান । আক্রান্তদের একজনের বাড়ি লালপুর উপজেলার গৌরীপুরে অপরজন বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার বাসিন্দা।
এ নিয়ে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯ জন। তবে সিভিল সার্জন অফিসের হিসাব মতেে ৬৮জন। লালপুরের একজন নমুনা প্রদান করেছিলেন বাঘায় যার পরীক্ষায় পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে ২৩ পুলিশ সদস্যসহ সুস্থ হয়েছেন ৩৯ জন। আক্রান্তদের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ নাটোরে এখন করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৯ জন হলেও প্রতিদিনই নতুন নতুন করোনা পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এখনই ব্যবস্থা না নিলে আগামীতে নাটোর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।