নাটোর প্রতিনিধি:
নাটোরে আজ আরও ২জন করোনায় আক্রান্ত হয়েছে । আর এ দুই জনই নাটোর সদর উপজেলার। নাটেরর সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬জন। এদের মধ্যে ১১ জন সুস্থ্য হয়েছেন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানায়, আজ শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয় । এরপর করোনা পজিটিভ হলে বিষয়টি রাতেই সিভিল সার্জন অফিসে প্রথমে ফোনে ও পরে মেইলে নিশ্চিত করা হয়। সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তির সংষ্পর্শে যারা এসছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া আক্রান্ত ঐ ২ জন ব্যক্তির বাড়ি লকডাউন করা হবে।