নাটোর প্রতিনিধি:
নাটোরে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের একজনের বাড়ি লালপুর উপজেলায় এবং অপরজনের বাগাতিপাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এই দুজনের আক্রান্ত হওয়ার বিষয়টি ল্যাব টেষ্টের পরে মেইলে জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ভাইরোলজি বিভাগ। এ দুজনেই গাজীপুর ফেরৎ। লালপুরে আক্রান্ত ব্যক্তি বেশ কিছুদিন পুর্বে বাড়িতে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়ায় নমুনা দেন। অপরদিকে বাগাতিপাড়ার আক্রান্ত ওই ব্যক্তি ঈদের আগে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর নমুনা দেন। ল্যাব টেস্টে এই দুজনেরই করোনা পজেটিভ এসেছে। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হচ্ছে। একই সাথে এদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এনিয়ে নাটোরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে।