নাটোরে আরো একজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংখ্যা হলো ৯। নাটোর সিভিল সার্জন অফিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাসিন্দা।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, নাটোর থেকে ২৯৫টি নমুনা করোনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। এরমধ্যে ১৫২টি পরীক্ষার ফল পাওয় গেছে। প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফল অনুসারে ১৪২ টি নেগেটিভ । অপরদিকে একজনের ফালফল পজেটিভ। পেন্ডিং রয়েছে ১৪২টি। এছাড়া বুধবার পাঠানো হয়েছে আরো ৫৬টি নমুনা। এই ৫৬টির মধ্যে অধিকাংশ নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা আক্রান্ত ৮ জনের পরিবার থেকে।সিভিল সার্জন অফিসের একজন কর্মচারী নতুন আক্রান্ত ব্যক্তির কথা স্বীকার করে বলেন, ইতমধ্যেই পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।