বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম জোয়াদ্দার বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি দুঃস্থ মানুষদের মাঝে ৫ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি ডাল, আধা লিটার তেল ও একটি করে সাবান বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে তার সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ারদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের দুর্দিনে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। সরকার সব রকম ভাবে দেশের সাধারণ মানুষকে সহযোগিতার চেষ্টা করছে। তাই এই দুর্যোগে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার মধ্য দিয়ে সরকারের সহযোগিতা জানান তিনি।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…