নিজস্ব প্রতিনিধি (বড়াইগ্রাম) :
বড়াইগ্রাম উপজেলার জোয়ারী, মাঝগাও, বড়াইগ্রাম, চান্দাই, গোপালপুর, নগর ইউনিয়ন ও বড়াইগ্রাম পৌরসভায় জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র এবং কর্মহীনদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালপুর ইউনিয়নের মিশন স্কুল ও বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরন করা হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু বক্কার সিদ্দিক ও আবুল কালাম জোয়ার্দার এর উপস্থিতে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ বিতরন করেন। এ সময় স্ব-স্ব এলাকার স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।